Details

  • Last Online: 28 days ago
  • Gender: Female
  • Location: Mohammadpur, Dhaka, Bangladesh
  • Contribution Points: 0 LV0
  • Roles:
  • Join Date: December 9, 2020

Sabina Yesmin

Mohammadpur, Dhaka, Bangladesh

Sabina Yesmin

Mohammadpur, Dhaka, Bangladesh
Your Eyes Tell japanese drama review
Completed
Your Eyes Tell
3 people found this review helpful
by Sabina Yesmin
Jul 6, 2021
Completed
Overall 9.5
Story 9.5
Acting/Cast 10.0
Music 10.0
Rewatch Value 9.5

Smooth and heart warming movie ever. Beautiful storyline make my tears with happiness and love.

আবেগময় নামবিহীন সম্পর্কের গভীরতা কতখানি সেটি এতো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা আমার আবেগের মাত্রাও রীতিমত বাড়িয়ে দিল। মুভিটির এন্ডিং দুঃখময় নয় তবে আমার আবেগ ঝরেছে এন্ডিং ও বেশ কিছু দৃশ্যে।
চমৎকার সব কাহিনীর মুভি দেখলেও খুব কম সংখ্যক মুভি একাধিক বার দেখেছি তার মধ্যে এই মুভিটি। যা শতবার দেখলেও আবার দেখতে ইচ্ছে হয়। একরকম প্রশান্তি অনুভব হচ্ছে ৩য় বার দেখেও।
অনেক পছন্দের মানুষ Yokohama Ryusei অভিনীত ড্রামা বেশ কয়েকটি দেখেছি তাই তাকে দেখতে গিয়ে কাহিনীর মায়াজালে আটকে পড়েছিল। Yokohama Ryusei ও Yoshitaka Yuriko দুজনেরই অভিনয় চমৎকার ছিল।
তবে সর্বপ্রথম BTS এর Your Eyes Tell নামক গান রেলিজ হবার পর জেনে রীতিমত চমকে গিয়েছিলাম। বাহ্! BTS BoyBand জাপানিজ গানও গাইছে। তাও এতোটা চমৎকারভাবে। লিরিক্স পড়ে আমি বিমোহিত হয়ে Army তে join হই ost টা মুভি রিলিজের আগে থেকে শুনছি।
Was this review helpful to you?